Monday, August 1

কানাইঘাটে মাটি চাপা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ডাউকেরগুল গ্রামে অবৈধভাবে গর্ত খোড়ে পাথর উত্তোলন করার সময় মাটি ধ্বসে শাহাব উদ্দিন (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ডাউকেরগুল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। জানা যায়, সোমবার নিহত শাহাব উদ্দিন তার নিজ বাড়ীতে বড় গর্ত করে পাথর উত্তোলন করছিল। একপর্যায়ে বিকেল অনুমান ৪টার সময় মাটি সহ বাঁশঝাড় ধ্বসে পড়ে গর্তে থাকা শাহাব উদ্দিনের উপর চাপা পড়লে সে মারাত্নক আহত হলে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ শাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নিহতের ভাই বিলাল আহমদ (৩৫) কানাইঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বিভিন্ন গ্রামের সমতল জমি এবং টিলা কেটে গর্ত করে অব্যাহত ভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। প্রশাসন এ ব্যাপারে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় বিভিন্ন সময় পাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে আহত হচ্ছেন অনেকেই। গত দুই বছরে লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় গর্ত খোড়ে পাথর উত্তোলন করতে গিয়ে অন্তত পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়