Sunday, July 31

জঙ্গিবাদ মোকাবেলায় ডিএমপির অ্যাপস

জঙ্গিবাদ মোকাবেলায় ডিএমপির অ্যাপস

কানাইঘাট নিউজ ডেস্ক: সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান সুস্পষ্ট। জঙ্গিবাদ দমনে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আজ রোববার বেলা ১১ টার সময়ে ডিএমপির মিডিয়া সেন্টারে হ্যালো অ্যাপস সিটির উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, জঙ্গিদের প্রশিক্ষণ অর্থদাতাদের খুঁজে পেতে কাজ করছে গোয়েন্দা সংস্থা। সারাদেশব্যাপী নাগরিক ইউনিট তৈরি করা হয়েছে। জঙ্গিরা কোথায় কাজ করছেন এই তথ্য আমরা পাইনা। তবে এখন হ্যালো সিটি অ্যাপসের মাধ্যমে ছবি, ভিডিওসহ যে কোনো তথ্য দিতে পারবেন। এ্যান্ড্রয়েড ফোনে এটা ইনস্টলের মাধ্যমে বোমা-অস্ত্র বিষয়ক তথ্য আমাদেরকে দিতে পারবেন। আমাদের লাল সবুজের পতাকা বাংলাদেশকে রক্ষা করতে আমরা সবাই বদ্ধপরিকর।

কমিশনার মো. মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে হ্যলো সিটি অ্যাপসটির উদ্ধোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক এ কে এম শহীদুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজ অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন, ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান,গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার উত্তর শেখ নাজমুল আলম, উপকমিশনার পশ্চিম মো. সাজ্জাদুর রহমান, কাউন্টার টেরোরিজ অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়