Monday, July 25

কানাইঘাট শিক্ষক সমিতির জঙ্গী বিরোধী সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: জঙ্গী ও সন্ত্রাস বিরোধী কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী এক সভা সোমবার বিকেল ২টায় সমিতির উপজেলা সদরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জার উল্লার সভাপতিত্বে ও সচিব রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় সভার শুরুতে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে নিহতদের পরিবার এবং আহত পুলিশ সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। উক্ত জঙ্গী বিরোধী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সহ সভাপতি কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ। উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষদের উপস্থিতিতে সভায় শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জঙ্গী প্রতিরোধে শিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই সাথে জঙ্গী প্রতিরোধে সম্মিলিত ভাবে দলমতের উর্ধ্বে উঠে এই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তাগণ বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন এক শ্রেণির স্বার্থান্বেশী মহল রাষ্ট্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য ইসলামের নাম ব্যবহার করে জঙ্গী কার্যক্রম চালাচ্ছে, যা ইসলাম বিরোধী কাজ। সভায় সর্ব সম্মতিক্রমে জঙ্গী, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে উপজেলা শিক্ষক সমিতি প্রশাসনের উপস্থিতিতে প্রতিটি বিদ্যালয়ে জঙ্গী বিরোধী সভা শ্রেণি কক্ষে পাঠদানের কমপে ২ মিনিট করে সকল শিক্ষক জঙ্গী বিরোধী প্রচারনা চালানো, ১০ দিনের বেশি কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে মন্ত্রনালয় ও প্রশাসনকে অবহিত করার সিন্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়