Monday, July 25

কানাইঘাটে সেরা মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদ্যাপনের শেষ দিনে কানাইঘাট মৎস্য অফিসের উদ্যোগে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি শামীম আল মারুফের সভাপতিত্বে ও বিদ্যুৎ চন্দ্র সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পশু সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ শফিকুল আলম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা। উপস্থিত ছিলেন, মৎস্য অফিসের সহকারী মোঃ হানিফ, সাংবাদিক জামাল উদ্দিন, আব্দুন নুর, মৎস্য চাষী আব্দুল খালিক, জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে মৎস্য অফিসের উদ্যোগে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে মূল্যায়ন স্বরূপ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সভায় দেশের আর্তসামাজিক উন্নয়ন ও আমিষের চাহিদা মেটাতে সবাইকে মাছ চাষে এগিয়ে আসার মাধ্যমে স্বাবলম্বি হওয়ার আহবান জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়