কানাইঘাট নিউজ ডেস্ক: দরজায়
কড়া নাড়ছে রিও অলিম্পিক । এই সময়ে‚ আসুন একবার মনে করি দিমিত্রোস
লাউন্ড্রাসকে । মাত্র ১০ বছর ২১৮ দিন বয়সে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন
এই জিমন্যাস্ট । ১২০ বছর পরেও অক্ষত সেই রেকর্ড । তাঁর থেকে ছোট বয়সে আর
কেউ অলিম্পিকে পদক জয় করতে পারেনি ।
দিমিত্রোসের জন্ম ১৮৮৫-র সেপ্টেম্বরে । ১৮৯৬ সালের আথেন্স অলিম্পিকে তিনি ছিলেন Ethnikos Gymnastikos Syllogos-এর সদস্য । তৃতীয় স্থান লাভ করে জয় করেছিলেন ব্রোঞ্জ পদক ।
এরপর ১৯০০ সালে নেদারল্যান্ডস-এর রোয়িং দলে ছিল ৭ বছর বয়সী এক বালক । তবে সেই দল কোনও পদক জয় করতে পারেনি । ফলে অক্ষত থেকে যায় দিমিত্রোসের রেকর্ড। এখনও অবধি তিনিই বিশ্বের কনিষ্ঠতম অলিম্পিক পদকজয়ী ।
পরবর্তী কালে নৌবাহিনীতে যোগ দেন দিমিত্রোস । হেলেনিক নেভি-র অ্যাডমিরাল হন । প্রয়াত হন ১৯৭১ সালে‚ ৮৬ বছর বয়সে ।
দিমিত্রোসের জন্ম ১৮৮৫-র সেপ্টেম্বরে । ১৮৯৬ সালের আথেন্স অলিম্পিকে তিনি ছিলেন Ethnikos Gymnastikos Syllogos-এর সদস্য । তৃতীয় স্থান লাভ করে জয় করেছিলেন ব্রোঞ্জ পদক ।
এরপর ১৯০০ সালে নেদারল্যান্ডস-এর রোয়িং দলে ছিল ৭ বছর বয়সী এক বালক । তবে সেই দল কোনও পদক জয় করতে পারেনি । ফলে অক্ষত থেকে যায় দিমিত্রোসের রেকর্ড। এখনও অবধি তিনিই বিশ্বের কনিষ্ঠতম অলিম্পিক পদকজয়ী ।
পরবর্তী কালে নৌবাহিনীতে যোগ দেন দিমিত্রোস । হেলেনিক নেভি-র অ্যাডমিরাল হন । প্রয়াত হন ১৯৭১ সালে‚ ৮৬ বছর বয়সে ।
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়