ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় উচ্চ আদালতের দেয়া রায়ের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার দেশের সব জেলা ও মহানগরে এবং রবিবার সব উপজেলা ও থানায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের এই কর্মসূচির কথা ঢাকাটাইমসকে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন।
এর আগে বৃহস্পতিবার সকালে অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। এর আগে নিম্ন আদালতে এই মামলায় খালাস পেয়েছিলেন তারেক রহমান।
(ঢাকাটাইমস/
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়