Saturday, July 16

লেস্টারেই থাকবে মাহরেজ: রানিয়েরি

লেস্টারেই থাকবে মাহরেজ: রানিয়েরি

কানাইঘাট নিউজ ডেস্ক: ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর লেস্টার সিটির তারকা খেলোয়াড়দের পেতে বড় অনেক দলই আগ্রহ দেখাচ্ছে। তবে ফরোয়ার্ড জেমি ভার্ডির মতো রিয়াদ মাহরেজও থেকে যাবেন বলে ক্লাবটির কোচ ক্লাওদিও রানিয়েরি জানিয়েছে।

লেস্টার সিটিকে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন ইংল্যান্ডের ফরোয়ার্ড জেমি ভার্ডি, আলজেরিয়ার উইঙ্গার রিয়াদ মাহরেজ আর ফ্রান্সের মিডফিল্ডার এনগোলো কান্তে। ভার্ডিকে রেখে দিতে পেরেছে লেস্টার। এবং ২৫ বছর বয়সী মাহরেজের ক্ষেত্রেও একই আশা করেন ক্লাবটির ইতালিয়ান কোচ রানিয়েরি।

তিনি বলেন, "তাকে নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। সে থাকছে। সে এখানে আমাদের সঙ্গে থাকতে চায়। সে এটা উপভোগ করে, সে মজা করছে। সে এই লোক নয় যে বলবে, কোচ আমি যেতে চাই। না, সে এখানে সুখী।"

লেস্টারের সঙ্গে মাহরেজের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৯ সালের মাঝামাঝি পর্যন্ত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়