Tuesday, July 19

গায়ক যখন রাষ্ট্রদূত!


আব্দুল্লাহ আল মাহবুব সিউল, দক্ষিন কোরিয়া: সব সখিরে পার করিতে নিবো আনা আনা, তোমার বেলাই নিবো সখি তোমার কানের সোনা, সখিগো ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিবোনা উপস্থিত দর্শকদের এই গান দিয়ে মুগ্ধ করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জুলফিকার রহমান। সিউলের দূতাবাস মিলনায়তনে কোরিয়া প্রবাসীদের অনুরোধে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে তিনি গানটি পরিবেশন করেন। গান পরিবেশনে রাষ্ট্রদূতকে রিলিক্স দেখতে মোবাইলে চোখ রাখতে দেখা যায়। গান শেষে দর্শকরা তুমুল করতালি দিয়ে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। কোরিয়া প্রবাসীদের অংশগ্রহণে গান, কবিতা এবং কৌতুক উপভোগ করেন উপস্থিত দর্শকরা। কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ দূতাবাস মিলনায়তনে ঈদ পূণর্মিলনী ও ইপিএস বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইপিএস কর্মীদের উদ্যেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাষ্ট্রদূত জুলফিকার রহমান। এর আগে বক্তব্য রাখেন দূতাবাসের প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া, দূতাবাসের কনসুলার রুহুল আমিন, বিসিকের সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক রানা, বিসিকের নির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, বিসিকে সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, শান্ত শেখ, আনোয়ার সাজ্জাদ, সজিব দাস প্রমুখ। এর আগে ইপিএস কর্মীদের ই৭ ভিসা এবং এফ২ ভিসায় পরিবর্তন নিয়ে একটি তথ্যমূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন আসাদুজ্জামান আসাদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়