Tuesday, July 5

কানাইঘাট ডিগ্রি কলেজ জাতীয়করণ হচ্ছে


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কানাইঘাট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ২৬ বছর পর জাতীয়করণ করা হচ্ছে। এ সংবাদে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। কলেজ প্রতিষ্ঠার পর থেকেই অবহেলিত গ্রামীণ জনপদের শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা দীর্ঘদিন ধরে তাদের কলেজকে সরকারি করণের জন্য জোর দাবি জানিয়ে আসছিল। জাতীয়করণ হলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে। বাড়বে শিক্ষার মান। উল্লেখ্য যে,সরকারি কলেজবিহীন উপজেলায় ১টি করে কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষামন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি কমিটি ৩২৫টি কলেজ জাতীয়করণের লক্ষ্য নির্ধারণ করে। গতমাসে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ১৯৯ কলেজ জাতীয়করণের অনুমোদন দেন। এর মধ্যে সিলেটের ২১টি কলেজের মধ্যে কানাইঘাট ডিগ্রি কলেজেও জাতীয়করণের অনুমোদন পায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়