এম.এ মতিন, গোয়াইনঘাট প্রতিনিধি:: শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও ঝরেপড়া রোধ করতে প্রতি বছর গোয়াইনঘাট উপজেলায় সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। দরিদ্রতা ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়া এ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য দেশের অন্যান্য উপজেলার মতো এ উপজেলায়ও উপবৃত্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৫ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি বাবত ২ কোটি ৭৪ লক্ষ ৮০ হাজার ৮৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত ১৫ জুলাই থেকে এ উপবৃত্তি বিতরণ শুরু হয়েছে।
উপজেলার ১১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী উপবৃত্তি অগ্রণী ব্যাংক, জাফলং শাখার কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ওই টাকা বিতরণ করা হচ্ছে। ৩১টি সেন্টারে মাধ্যমে উপবৃত্তির টাকা চলতি মাসের ২৩ জুলাই পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে।
সূত্র আরও জানায়, ১ম কিস্তিতে ৬৫ লক্ষ ২ হাজার ৫০ টাকা, ২য় কিস্তিতে ৬৫ লক্ষ ৭৫ হাজার ৩০০ টাকা, ৩য় কিস্তিতে ৭২ লক্ষ ১৬ হাজার ২৭৫ টাকা ও ৪র্থ কিস্তিতে ৭১ লক্ষ ৮৬ হাজার ৮৫০ টাকা প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে উপবৃত্তির এ কার্যক্রম অব্যাহত থাকায় গোয়াইনঘাটে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
শিক্ষা ক্ষেত্রে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ধীরে ধীরে উন্নয়নশীল অন্যান্য উপজেলার ন্যায় অগ্রসর হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সরকারের এ সহযোগিতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় গোয়াইনঘাট সফলতার হাতছানী লক্ষ্য করা যাচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার প্রায় ৭ হাজার শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যায়ন করছেন। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীজীবিদের সংখ্যা। এক সময় স্থানীয় পর্যায়ের যোগ্যতা সম্পন্ন জনবল না থাকায় গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন উপজেলা ও জেলা থেকে জনবল নিয়ে এ উপজেলার বিভিন্ন পদে নিয়োগ হতো। বর্তমানে এ উপজেলার যোগ্যতা সম্পন্ন প্রায় ১৫০০ যুবক যুবতী সরকারের ন্যাশনাল সার্ভিসে কর্মরত রয়েছে।
বিভিন্ন সরকারী ও বেসরকারী চাকুরীতে নিয়োগের জন্য এ উপজেলা থেকেই সহ¯্রাধিক লোক প্রতিদ্বন্দিতা করছেন। সরকারের এ কার্যক্রম অব্যাহত থাকলে গোয়াইনঘাট শিক্ষা ক্ষেত্রে অনেক অগ্রসর হবে বিশ্বাস এ জনপদের অধিবাসীরা।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের মধ্যে উপবৃত্তি কার্যক্রম অত্যান্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও ঝরেপড়া রোধ করতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপবৃত্তির টাকা প্রকৃত শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য শিক্ষা অফিস সর্বদা তদারকি করছেন।
Friday, July 22
এ সম্পর্কিত আরও খবর
সেবায় গতি আনতে ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। পোস্টম্যানদের দ্রুত ও স
কোলেস্টেরলের মহৌষধ আদাপানি! গ্যাস-অ্যাসিডিটি কমাতেও ওস্তাদ সকালে উঠে খালি পেটে পানি পান করার মতো সুঅভ্যাস অনেকেরই আছে। এই সুঅভ্যাসের নৌকায় চড়েই আপনি জী
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নি
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ম
জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম গ্রাজুয়েটের পরামর্শ জনপ্রতিনিধি হতে চাইলে ন্যূনতম গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে বলে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিটি কর
বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার বন্ধে মেটার প্রতি আহ্বান ইউনূসের প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টের গণঅভ্যুথানকে অবমূল্যায়নে কয়েকটি দেশ থেকে চালান
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়