
কানাইঘাট নিউজ ডেস্ক: দীর্ঘ ১৬ দিন মুলতবির পর আগামীকাল বিকাল সাড়ে ৫ টায় দশম জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশন আবার শুরু হচ্ছে।
গত ১ জুন এ অধিবেশন শুরু হলে ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন। ওইদিন অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থ বছরের সম্পুরক বাজেটও পেশ করেন।
গত ৩০ জুন সংসদে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস করা হয়। বাজেট পাসের দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংসদের অধিবেশন ১৭ জুন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে সম্পুরক ও মূল বাজেটের ওপর দীর্ঘ ২০ কার্য-দিবস সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ সরকারি বিরোধী দলের ২৪৬ জন সংসদ সদস্য এ সাধারণ আলোচনায় অংশ গ্রহণ করেন।
এর মধ্যে সরকারি দলের ১৯৩ জন ও বিরোধী দলের ৫৩ সদস্য রয়েছে। তারা ২০ কার্য দিবসে মোট ৬০ ঘন্টা ৫০ মিনিট আলোচনা করেন।
চলতি অধিবেশনের এ পর্যন্ত অতিবাহিত ২২ কার্য দিবসে বেশ কয়’টি সরকারি বিলও পাস হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা বেশ কিছু জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যূর ওপর বক্তব্য দেন।
সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ি সংসদের চলতি অধিবেশন আগামী ২৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
গত ১ জুন এ অধিবেশন শুরু হলে ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন। ওইদিন অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থ বছরের সম্পুরক বাজেটও পেশ করেন।
গত ৩০ জুন সংসদে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস করা হয়। বাজেট পাসের দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংসদের অধিবেশন ১৭ জুন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে সম্পুরক ও মূল বাজেটের ওপর দীর্ঘ ২০ কার্য-দিবস সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ সরকারি বিরোধী দলের ২৪৬ জন সংসদ সদস্য এ সাধারণ আলোচনায় অংশ গ্রহণ করেন।
এর মধ্যে সরকারি দলের ১৯৩ জন ও বিরোধী দলের ৫৩ সদস্য রয়েছে। তারা ২০ কার্য দিবসে মোট ৬০ ঘন্টা ৫০ মিনিট আলোচনা করেন।
চলতি অধিবেশনের এ পর্যন্ত অতিবাহিত ২২ কার্য দিবসে বেশ কয়’টি সরকারি বিলও পাস হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা বেশ কিছু জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যূর ওপর বক্তব্য দেন।
সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ি সংসদের চলতি অধিবেশন আগামী ২৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়