Sunday, July 3

ভারত-পাকিস্তানে বন্যায় ৫৫ জনের মৃত্যু


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানে বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। ভারী বৃষ্টিপাতরে কারণে আকস্মিক বন্যা পরিস্থিতিতে স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে। খবর বিবিসির। পাকিস্তানের চিত্রল জেলায় বন্যায় বহু বাড়ি-ঘর এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এদিকে, ভারতের উত্তরখণ্ড এবং অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রতি বছর বন্যায় দক্ষিণ এশিয়ায় শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। দু`দেশেই খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বন্যার কারণে শত শত মানুষ নিজেদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়