Tuesday, June 7

শপথ নিলেন কানাইঘাটের ৯ ইউপি চেয়ারম্যান


কানাইঘাট নিউজ ডেস্ক: শপথ নিয়েছেন কানাইঘাট উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ। মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং ইউপি চেয়ারম্যান ফয়াজ আহমদ, ২নং ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা, ৩নং ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ৪নং ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, ৫নং ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ৬নং ইউপি চেয়ারম্যান মামুন রশীদ, ৭নং ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ৮নং ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন ও ৯নং ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের পরিচালনায় সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, মাসুদ আহমদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আপনারা কোন দলের নয়, ইউনিয়নের সকলের প্রতিনিধি। অনুরাগ বা বিরাগের বশবর্তি হয়ে আপনারা কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। তিনি বলেন, জনগণ আপনাদের চেয়েছে, প্রকৃত গণতান্ত্রিক উপায়ে আপনারা এসেছেন। সরকারের নীতি বাস্তবায়ন আপনাদের করতে হবে। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারি। সিলেট জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে জানিয়ে মো. জয়নাল আবেদিন আরও বলেন, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগরকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছি। কানাইঘাটকেও ঘোষণা করতে চাই। আপনারা চাইলে এটা সম্ভব। এই উপজেলাকে আধুনিক হিসেবে গড়ে তোলা যাবে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কানাইঘাট একটি অবহেলিত জনপদ। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ সার্বিক ক্ষেত্রে এই অঞ্চলটি পিছিয়ে আছে। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তারা সঠিকভাবে ও আন্তরিকভাবে কাজ করলে এলাকার চিত্র পাল্টিয়ে দেওয়া সম্ভব। বক্তারা আরো বলেন, উন্নয়নের স্বার্থে সকরে মিলেমিশে কাজ করবেন। দলমতের উর্ধ্বে উঠে এলাকার স্বার্থে জনগণের জন্য কাজ করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়