Tuesday, June 7

বিয়ানীবাজারে আওয়ামী লীগের ১২ নেতা বহিষ্কার


বিয়ানীবাজার প্রতিনিধি, মঙ্গলবার, ০৭ জুন ২০১৬ :: বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠনের প্রার্থীর বিপক্ষে অবস্থান, প্রচারাভিযানে বাধা প্রদান, অসহযোগিতা করা এবং নির্বাচনে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকা। ইউনিয়ন আওয়ামী লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আব্দুল আলীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, শ্রম সম্পাদক আব্দুল জলিল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছাদ উদ্দিন, সদস্য- ছাব্বির হোসেন হীরা, আব্দুল হান্নান, প্রাথমিক সদস্য শামীম আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ময়নুল হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছায়দুল হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিমার উদ্দিন। আওয়ামী রাজনীতির নামধারি সুবিধাভোগী কতিপয় নেতাকর্মীর বহুমুখি ষড়যন্ত্র নির্বাচনে নৌকার ফল বিপর্যয়ে মারাত্মক প্রভাব ফেলেছে উল্লেখ করে মোল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বদরুল হোসেন বলেন, বহিষ্কৃত নেতাকর্মীদের বিরোদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে তাদের সঙ্গে মোল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। তিনি বলেন, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে দলের আরো কয়েকজন নেতাকর্মীর কর্মকাণ্ড ও ভূমিকা আমাদের পর্যবেক্ষণে রয়েছে, প্রমাণিত হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়