Friday, June 10

বেতন দিতে পারছে না আইএস

বেতন দিতে পারছে না আইএস

কানাইঘাট নিউজ ডেস্ক: টাকার কাছে সবই নস্যি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আইএস। কঠিন অর্থ সংকটে পড়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। নগদ অর্থের অভাবে যোদ্ধাদের অর্থ দিতে পারছে না সংগঠনটি। এরকম অবস্থায় সংগঠনটির মধ্যে দুর্নীতি বিস্তার লাভ করেছে।

যুক্তরাষ্ট্রের সহকারী অর্থমন্ত্রী ড্যানিয়েল গ্লাসের বৃহস্পতিবার কংগ্রেসে বলেন, আইএসের নগদ অর্থ ভাণ্ডার ও তেলের চালানের ওপর জোটের বোমা হামলা, তাদের ব্যাংকিং ব্যবস্থা অচল করে দেয়া হয়েছে। সেইসঙ্গে আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইরাক সরকার অর্থ সরবরাহ বন্ধ করে দেয়ার কারণে তারা অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে পড়েছে।

তিনি বলেন, ‘এসব কারণে আইএস তাদের যোদ্ধাদের কাছে ঠিকমতো অর্থ পাঠাতে পারছে না এবং আমরা দেখেছি, অনেক আইএস যোদ্ধা তাদের বেতন ও সুবিধাদি হ্রাস করা বা বিলম্বে পাঠানোর কারণে যুদ্ধক্ষেত্র ত্যাগ করছে।’

আল কায়েদার অবস্থা সম্পর্কে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে সহায়তা বন্ধের ফল আল কায়েদা এখন ভোগ করছে। সংগঠনটি ঐতিহ্যগতভাবেই উপসাগরীয় অঞ্চল থেকে পাঠানো অর্থের ওপর নির্ভরশীল।

তথ্যসূত্র: এএফপি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়