কানাইঘাট নিউজ ডেস্ক: উত্তর
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফুলানি রাখাল এবং প্রধানত মুসলিম সিরিকা
মিলিশিয়ার শধ্যে দুইদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার এএফপিকে স্থানীয় পুলীশ এ কথা জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় শহরের পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষে ১৬ জন প্রাণ হারিয়েছে। নিহতদের বেশিরভাগই ফুলানি রাখাল গ্রুপের সদস্য। এছাড়া ২০ জনের বেশি মানুষ সংঘর্ষে আহত হয়েছে।
সংঘর্ষ গত রোববার শুরু হয় এবং সোমবার রাতের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরশধ্যে ১৩জন রোববার ও ৩ জন সোমবার নিহত হয়।
উত্তরাঞ্চলীয় শহরের পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষে ১৬ জন প্রাণ হারিয়েছে। নিহতদের বেশিরভাগই ফুলানি রাখাল গ্রুপের সদস্য। এছাড়া ২০ জনের বেশি মানুষ সংঘর্ষে আহত হয়েছে।
সংঘর্ষ গত রোববার শুরু হয় এবং সোমবার রাতের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরশধ্যে ১৩জন রোববার ও ৩ জন সোমবার নিহত হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়