Saturday, June 11

খালেদা জিয়ার ইফতারে রাজনীতিবিদদের মিলনমেলা


ঢাকা: প্রতিবারের মতো এবারও রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতার মাহফিলে আগত নেতাদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীরপ্রতীক, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য মাওরানা আব্দুল হালিম, কর্মপরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, মুসলিম লীগের চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, জাতীয় পাটির ( কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) আ স ম হান্নান শাহ, ব্যারস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যারিস্টার শাহজাহান ওমর, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, শাখাওয়াত হোসেন জীবন, শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, ছাত্রবিষয়ক সম্পাদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, রফিক শিকদার, নিলুফার চৌধুরী মনি, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়