Monday, June 13

শুধু তামিম নয়, শাস্তি হতে পারে আম্পায়ারদের!

শুধু তামিম নয়, শাস্তি হতে পারে আম্পায়ারদের!
কানাইঘাট নিউজ ডেস্ক: রোববার আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বেশ রাগান্বিত হয়ে বলেছিলেন, ‘আম্পায়াররা ম্যাচ পরিচালনা করতে রাজী নন এরকম এর আগে কখনো দেখিনি। এটা হতাশাজনক। আসলে মাঠে কিছু করলে শুধুমাত্র খেলোয়াড়দের শাস্তি হয়। তাদের শাস্তি হয় না বলে তারা এরকম বিতর্কিত কাজ করার প্রশ্রয় পায়।’

রোববার বিকেএসপিতে আম্পাদের উপর চড়াও হয়েছিলেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল ও তাদের সতীর্থরা। অপমান সহ্য করতে না পেরে অসুস্থতার কারণ দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যান গাজী সোহেল ও তানভীর আহমেদ। ম্যাচ রেফারি মন্টু দত্ত তার রিপোর্টে খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এমনকি বিকেএসপিতে নেতিবাচক কোনো ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন ম্যাচ রেফারি।

সিসিডিএমের সমন্বয়ক আমিন খান সোমবার সাংবাদিকদের বলেন, ‘ঘটনা কী হয়েছে, আমি জানি না। আমি দেখব ম্যাচ রেফারির রিপোর্ট। ম্যাচ রেফারির রিপোর্টে কোনও দলের ব্যাপারে, কোনও ক্রিকেটারের ব্যাপারে বা সমর্থকদের ব্যাপারে কিছু লেখা নেই।’

বিকেএসপিতে সেদিন উপস্থিত সাংবাদিক ও সাধারণ দর্শক তামিম ও আবাহনী কাণ্ডের বড় সাক্ষী। বিভিন্ন পত্রপত্রিকায় ও টিভি মিডিয়ায় তামিমের অশোভন আচরণ প্রকাশ পেয়েছে। প্রমাণ হিসেবে এর থেকে বড় কিছু প্রয়োজন হতে পারে না। তবুও ম্যাচ রেফারির রিপোর্টের গ্রহণযোগ্যতা বেশি। ম্যাচ রিপোর্টে রেফারি কোনো অভিযোগ না করায় এক প্রকার বেঁচেই গেলেন তামিম।

এদিকে আম্পায়ারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কৌশলী সিসিডিএমের সমন্বয়ক, ‘রিপোর্টে লিখা হয়েছে আম্পায়ার অসুস্থ। দুজনই আম্পায়ারই অসুস্থ হওয়ায় খেলা স্থগিত করেছেন। উনারা ম্যাচের অভিভাবক ছিলেন, উনাদের দায়িত্ব ছিল সবকিছু দেখার। অথচ রিপোর্টে এসব নেই!’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়