Saturday, June 18

কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি সেলিম


নিজস্ব প্রতিবেদক: ২৩ কোটি টাকা ব্যয়ে কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের উন্নয়ন কাজের শুভ সূচনা করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সংলগ্ন পল্লীবিদ্যুৎ অফিসের পাশে উক্ত সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থরের শুভ উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষ্যে আয়োজিত এক সূধী সমাবেশে সেলিম উদ্দিন এম,পি বলেন, কানাইঘাটের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নয়নের জন্য, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী কানাইঘাট-দরবস্ত সড়কের উন্নয়নের কাজ ২৩ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে। অচীরেই তা কাজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর বাইপাস সড়কের কাজ ১৮ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে। বোরহান উদ্দিন সড়কের সংস্কারের কাজও শুরু হবে ইনশাহ আল্লাহ। কানাইঘাট-জকিগঞ্জে উন্নয়নের জন্য আমি প্রতিটি অধিবেশনে মহান সংসদে আপনাদের সমস্যার কথা তুলে ধরেছি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রনালয়ে মন্ত্রীরা উন্নয়নের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। জাতীয়পার্টি উন্নয়ন ও শান্তির রাজনীতি বিশ্বাস করে বলে সরকারের প্রতিটি ভালো কাজের প্রশংসা ও অন্যায় কাজের প্রতিবাদ করছে। মহান সংসদে জাতীয়পার্টি সত্যিকার অর্থে বিরোধী দলের দায়িত্ব পালন করে যাচ্ছে বলে তিনি বলেন। ভিত্তি প্রস্থরের পর তিনি সড়কের চলমান উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ২টায় সমাজসেবা অধিদপ্তরাধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় কানাইঘাট লোভাছড়া ও নূনছড়া চা-বাগানের ৮০ জন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী এবং মৎস্য অধিদপ্তর কানাইঘাটের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রকল্প-২ এর আওতায় মাঠ পর্যায়ে লিফদের মধ্যে বাই সাইকেল ও উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেলিম উদ্দিন এম.পি। পৃথক এসব অনুষ্ঠানে উপজলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মােহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপার সহসভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, বাহার উদ্দিন খন্দকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, জেলা যুব সংহতির সভাপতি মরতুজা আহমদ চৌধুরী, উপজেলা জাপার সভাপতি এড. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সেলিম উদ্দিন এমপির একান্ত সহকারী রুহুল আমিন রাজু। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাজমুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, জাপা নেতা শামীম আহমদ, চা-শ্রমিক নেতা মহানন্দ রুহি দাস প্রমুখ। চা-শ্রমিকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরলে সেলিম উদ্দিন এম,পি তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, চা-শ্রমিকদের জীবন মানের উন্নয়নের জন্য সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। চা শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি তাদের সন্তানদের লেখাপড়ায় এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া সেলিম উদ্দিন এম,পি ৫নং বড়চতুল ইউনিয়ন উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়