Saturday, June 18

কানাইঘাটে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা


নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের ভিত্তি প্রস্থরের অনুষ্ঠান নিয়ে কানাইঘাট বড়চতুল ইউপির জাপার দু’টি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার জের ধরে পুলিশের উপর হামলা ও হাতকড়া ছিনিয়ে নেওয়ার ঘটনায় জেলা জাপার সদস্য শামীম উদ্দিন, গ্রেফতারকৃত তার ভাই মাওঃ এহতেশামুল হক সহ ৮ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার কানাইঘাট থানার এস.আই তাপস চন্দ্র রায় বাদী হয়ে জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। থানার মামলা নং- ২৩, তাং- ১৭/০৬/২০১৬ইং। এদিকে শনিবার সিলেট উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান পুলিশের উপর হামলা ও হাতকড়া ছিনিয়ে নেওয়ার ঘটনাস্থল জেলা জাপা নেতা শামীম উদ্দিনের দুর্গাপুর গ্রামের বাড়ীতে যান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার ওসি মোঃ হুমায়ুন কবির। তবে অদ্যবধি পর্যন্ত পুলিশ ছিনিয়ে নেওয়া হাতকড়াটি উদ্ধার করতে পারেনি। মামলার আসামীদের গ্রেফতার ও হাতকড়া উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে ওসি মোঃ হুমায়ুন কবির "কানাইঘাট নিউজকে" জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়