Thursday, June 16

ডিসিসিপি'র চরিত্রে শাহরুখ

ডিসিসিপি'র চরিত্রে শাহরুখ

কানাইঘাট নিউজ ডেস্ক: শিগগিরই 'গোলমাল' খ্যাত তারকা নির্মাতা রোহিত শেঠির আরো একটি ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। তবে ছবিটি কোনো মৌলিক গল্পের নয়, বরং তামিল ব্লকবাস্টার 'থেরি' ছবিটির রিমেক।

শীর্ষস্থানীয় বিনোদন পোর্টাল মুভিটকিজ জানিয়েছে, তামিল ব্লকবাস্টার সিনেমা ‘থেরি’র রিমেক করতে যাচ্ছেন নির্মাতা রোহিত শেঠি। তামিল ছবির প্রযোজকের সঙ্গে ছবিটির সত্ত্ব নিয়ে এরইমধ্যে নাকি রোহিত ও শাহরুখ খানের কথাবার্তাও পাকাপোক্ত। সব ঠিকঠাক থাকলে আসছে বছরের প্রথমেই শুটিং শুরুর কথাও ভাবছেন রোহিত। তামিল ছবির গল্পে দেখা যায় চেন্নাইয়ের ডিসিসিপি বিজয় কুমার।

ডিসিসিপি’র চরিত্রেই দেখা যাবে শাহরুখকে। তবে ছবিতে তার বিপরীতে আর কাদের কাস্টিং করবেন সে বিষয়ে এখনো জানাননি নির্মাতা।

তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রথমে নাকি তামিল ব্লকবাস্টার ‘থেরি’ ছবিটি বলিউডে রিমেক করার সত্ত্ব চেয়েছিলেন অক্ষয় কুমার। এরআগে দক্ষিণী অনেক ব্লকবাস্টার সিনেমা রিমেক করেছেন অক্ষয়। রাওডি রাঠোর, বস এবং হলিডে’র মত সিনেমা রিমেক করে বক্স অফিস কাঁপিয়েছেন তিনি। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়