সিলেট, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬ :: সিলেটে পূর্ণাঙ্গ টেলিভিশন সম্প্রচার কেন্দ্র চালুর আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বড় বড় সকল বিভাগীয় শহরে একটি করে টিভি চ্যানেল থাকা প্রয়োজন। সিলেট থেকে সম্প্রচারিত চ্যানেলের নাম হবে ‘সিলেট টিভি’। নামে সিলেট টিভি হলেও তা দেখা যাবে সারাদেশ থেকে। দেশের বিভিন্ন স্থানে এরকম টেলিভিশন চ্যানেল চালু করা গেলে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটবে।
বুধবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন- মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। এ দুটি দল জঙ্গি ও সন্ত্রাসবাদ লালন পালন করে। দেশবিরোধী এ চক্রকে মোকাবেলা ও দেশের চলমান অগ্রযাত্রায় দেশপ্রেমিক সাংবাদিকদের শামিল হতে হবে।
মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে সরকার আন্তরিক। সিলেটে তথ্য ভবন স্থাপনসহ স্বতন্ত্র পূর্ণাঙ্গ টেলিভিশন সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল ও কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনিরের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান সালাম মশরুর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ, দৈনিক বর্তমানের আঞ্চলিক প্রধান লিয়াকত শাহ্ ফরিদী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি, দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের ব্যুরো প্রধান ওয়েছ খছরু ও দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা।
Thursday, May 19
এ সম্পর্কিত আরও খবর
কানাইঘাটে জেলা প্রশাসকের দেওয়া বক্তব্য সর্বমহলে প্রশংসিতনিজস্ব প্রতিবেদক:কানাইঘাট উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজনদের সাথে ম
২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ইসি ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।&nbs
কানাইঘাটে ১৮ হাজারের বেশি কিশোরীকে এইচপিভি টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রানিজস্ব প্রতিবেদক:সারাদেশের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় শুরু হলো কিশোরীদের জরায়ুমুখ ক্যান্স
যে সূরা রাতে পড়লে দারিদ্র্য কাছেও ঘেঁষতে পারবে না পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটি সূরার আলাদা আলাদা গুরুত্ব ও ফজিলত আছে। এমনকি একেক বাক্যের আ
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ম
সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার অভিষেক অনুষ্ঠাননিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়ে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়