Saturday, May 28

কোরআন-হাদিস অনুযায়ী রাষ্ট্র চললে অপকর্ম থাকবে না: আহমদ শফি


গোলাপগঞ্জ প্রতিনিধি, শনিবার, ২৮ মে ২০১৬ :: হেফাজতে ইসলামের আমীর, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ্ আহমদ শফি বলেছেন, দেশের শান্তি সবাই চায়। দেশ কখনও খারাপ হয় না। মানুষের জন্য দেশ খারাপ হয়। তবে কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র চললে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসীসহ কোন অপকর্ম থাকবে না। শনিবার দুপুওে সিলেটের গোলাপগঞ্জ পৌরশহরের চৌমুহনীতে বাণিজ্যিক ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। আহমদ শফি বলেন, মানুষ যখন জামায়াতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, এক ওয়াক্ত নামাজ কজা করবে না; তখনই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি সোনার বাংলার মানুষ সৎ পথে থেকে মুসলিম এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলার জন্য সবার প্রতি আহবান জানান। রানাপিং মাদ্রাসাতুল বানাত ইসলামিয়ার শায়খুল হাদিস মাওলানা জিলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব, সিনিয়র শায়খুল হাদিস হাফিজ আল্লামা জুনায়েদ বাবু নগরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী প্রমুখ। এর আগে সকাল ১১টায় হেলিকপ্টারযোগে তিনি সিলেটের গোলাপগঞ্জ পৌঁছেন। -

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়