Thursday, March 31

ট্যাক্স দিতে হবে দুবাই এয়ারপোর্ট যাত্রীদের


কানাইঘাট নিউজ ডেস্ক: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী সব যাত্রীদের এখন থেকে ট্যাক্স দিতে হবে। ট্রানজিট যাত্রীরাও এই ট্যাক্সের আওতায় থাকবে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ৩০ জুন থেকে নতুন এই আইন কার্যকর হবে। খবর দ্য গার্ডিয়ানের। দুবাই সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, এয়ারপোর্ট ব্যবহারকারী প্রতি যাত্রীকে ৩৫ দিরহাম বা ৯.৫০ ডলার (৭৪৪ টাকা) ট্যাক্স প্রদান করতে হবে। ট্রানজিট যাত্রীদেরকেও সমপরিমাণ ট্যাক্স দিতে হবে। বিশ্বের অনেক বিমানবন্দরেই যাত্রীদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হয়। তবে দুবাইতে এই প্রথম ট্যাক্স আদায়ে আইন করা হলো। দুবাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। ২০১৫ সালে ৭ কোটি ৮০ লাখের বেশি যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করে ২০১৪ সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে জায়গা করে নেয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটি থেকে প্রতিদিন বিশ্বের ২৪০টির অধিক গন্তব্যে ১০০টি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। ফেব্রুয়ারি মাসে ১.২ বিলিয়ন ডলার ব্যয়ে দুবাই বিমানবন্দর প্রধান অংশের সম্প্রসারণের কাজ শেষ করেন। বর্তমানে বিমানবন্দরটির যাত্রীর ধারণ ক্ষমতা ৯ কোটি। ট্যাক্স থেকে প্রাপ্ত অর্থ বিমানবন্দরের উন্নয়নে ব্যয় করা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়