নিজস্ব প্রতিবেদক:
গত শুক্রবার সালিশ বিচারে যাবার পথে পথিমধ্যে প্রতিপক্ষ লোকজনের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আ’লীগ নেতা দুদু মিয়া হত্যাকান্ডের প্রধান আসামী রকিব আলী (৬৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওরঘড়ি গ্রামের ইউপি সদস্য দুদু মিয়ার হত্যাকারী একই গ্রামের প্রতিবেশি মৃত মুছব্বির আলীর পুত্র ঘাতক রকিব আলী সহ মামলার অপর আসামী গৌরিপুর গ্রামের খোর্শেদ আলমের পুত্র আনোয়ার (৩০) কে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) সফিকুল ইসলাম উপজেলার ঝিঙ্গাবাড়ী এলাকা থেকে এ দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। একটি কালো গ্লাসের মাইক্রোবাস করে পালানোর সময় রকিব আলী ও আনোয়ারকে পুলিশ গ্রেফতার করে। মামলার প্রধান আসামী হত্যাকান্ডের মদদ দাতা রকিব আলীকে গ্রেফতারের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নিহত ইউপি সদস্য দুদু মিয়ার এলাকার লোকজন থানা প্রাঙ্গনে এসে সমবেত হন। ধৃত আসামীদের বুধবার কড়া পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়। এদিকে নিহত ইউপি সদস্য দুদু মিয়ার জানাজার নামায বুধবার বিকেল ২টায় তার নিজগ্রাম কুওরঘড়ি পশ্চিম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, থানার ওসি মোঃ হুমায়ুন কবির, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ সহ জেলা ও উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের শোকাহত শত শত মানুষ শরীক হন। জানাজা পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, থানার ওসি হুমায়ুন কবির তাদের বক্তব্যে বলেন, ইউপি সদস্য ও এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব দুদু মিয়াকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। ইতিমধ্যে মামলার ৯জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে এলাকার মানুষকে আশ্বাস করেন এবং পরে তারা নিহতের বাড়ীতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে নিহতের লাশ গ্রামের গুরুস্থানে দাফন করা হয়। জানাযায় অংশগ্রহণকারী অনেকে এলাকার অত্যন্ত জনপ্রিয় ইউপি সদস্য দুদু মিয়ার লাশ দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়