Thursday, March 10

শনিবার রেজিস্ট্রি মাঠে জমিয়তে উলামা বাংলাদেশের মহাসমাবেশ


কানাইঘাট নিউজ ডেস্ক: জমিয়তে উলামা বাংলাদেশ এর মহাসমাবেশ ১২ মার্চ শনিবার ঐতিহাসিক সিলেট রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশকে সফল করার লক্ষ্যে সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আজ বাদ জুমআ এক প্রচার মিছিল বের করা হবে। সকল মহলের সহযোগিতা চেয়ে গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জমিয়তে উলামা বাংলাদেশ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামার কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নযরুল ইসলাম তোয়াক্কুলী। লিখিত বক্তব্যে বলা হয়, ২০০১ সালের নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কতিপয় নেতা দলের আদর্শকে জলাঞ্জলি দিয়ে মওদুদীবাদি জামাত-শিবির ও নারী নেতৃত্বাধীন বিএনপির সাথে ঐক্য গড়ে তুলে দলের প্রতীক বির্সজন দেয়া হয়। পরবর্তীতে আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী (রহ.) ও আল্লামা শফিকুল হক আমকুনী এর নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের বর্ষীয়ান নেতৃবৃন্দ পৃথক প্লাটফর্ম তৈরি করে জমিয়তে উলামা বাংলাদেশ গঠন করেন। আরো বলা হয়, ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত স্বাধীন এই দেশে সমাজ ও রাষ্ট্রে ইসলামের শাসন-অনুশাসন চরমভাবে উপেক্ষিত ও অবহেলিত। এক শ্রেনীর অপরিনামদর্শীরা পবিত্র গ্রন্থ আল কোরআন, ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (স.) কে ব্যঙ্গ-বিদ্রোপ করে নাস্তিক-মুরতাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকা-কে তথাকথিত বুদ্ধিজীবীরা দেশের কওমী মাদরাসার নিরপরাধ ছাত্র-শিক্ষকদের উপর চাপিয়ে দিতে চায়। অথচ দেশের সরকারি-বেসরকারি কিংবা আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থা আজ পর্যন্ত কোনো কওমী মাদরাসাকে জংগী প্রতিষ্ঠান অথবা সন্ত্রাসী কার্যকলাপের সাথে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ খুঁজে পায়নি। সংবাদ সম্মেলনে আগামীকাল শনিবার ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে ‘রুখো সন্ত্রাস বাঁচাও ঈমান বাঁচাও দেশ-জংগীবাদমুক্ত থাকুক মোদের স্বাধীন বাংলাদেশ শীর্ষক মহাসমাবেশ সফল করে তুলতে সিলেটের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মুফতি রসিদ আহমদ, মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, মাওলানা হাফিজ আহমদ কবীর, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা আব্দুল হালীম, মাওলানা আব্দুল্লাহ শাকির প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়