Thursday, March 31

বিলিয়ন ডলারের বিয়ে!


কানাইঘাট নিউজ ডেস্ক: ভাবুন তো! একটি বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছেন জেনিফার লোপেজ, এনরিক ইগলেসিয়াসের মতো বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী।কনের বিয়ের পোশাকের মূল্য ২০ লাখ টাকা(২৫ হাজার ডলার)। অতিথির সংখ্যা ৬০০ জন। ধারণা করতে পারেন এ রকম একটি বিয়ের অনুষ্ঠানে কত খরচ হতে পারে? এই বিয়ে নিয়ে বৃহস্পতিবার ব্রিটেনের বহুল প্রচারিত ট্যাবলয়েড মেইল অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করে। সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোতে বিয়ের প্রথম পর্ব সম্পন্ন হয়। রাশিয়ার ধনকুবের ছেলের বিয়ের অনুষ্ঠান এখন মানুষের মুখেমুখে। ব্যাপক জাঁকজমকের সঙ্গে বিয়ে সম্পন্ন হওয়ায় প্রশ্ন উঠেছে বিয়ের এই অনুষ্ঠানের ব্যয়ই বা কত? দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হবে লন্ডনে। গুঞ্জন রয়েছে-বিয়ের প্রথম দফা অনুষ্ঠানেই কমপক্ষে এক বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।বরের নাম গাটসেইরিভ(২৮),পড়াশুনা করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ডে। আর কনে খাদিজা উজহাখভস(২০, মস্কো বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের ছাত্রী। ফোর্বস ম্যাগাজিনের সূত্রে বরের বাবা রাশিয়ার বিশিষ্ট তেল ব্যবসায়ী এবং মিডিয়া টাইকুন মিখাইল গাটসেইরভের মোট সম্পতির পরিমাণ ৬.২ বিলিয়ন ডলার। মস্কোর একটি বিলাসবহুল রেস্টুরেন্ট এবং ব্যাঙ্কুয়েট ভেন্যু সাফিসাতে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের ভেন্যুর গেট থেকে শুরু করে প্রতিটি দেয়ালে ছিল বাহারি ফুলের সজ্জা। ছাদ জুড়ে ছিল ঝর্ণার মতো আলোকসজ্জা।ভেন্যুর প্রতিটি স্থানে ছিল রুচির ছাপ। বিয়ের অনুষ্ঠানে কনে উপস্থিত হয়েছিলেন বিশাল আকৃতির গাউন পরে। তার ড্রেসের ডিজাইন করেছেন লেবাননের বিখ্যাত ডিজাইনার এলি সাব। পোশাকের মূল্য গিয়ে ঠেকেছে ২০ লাখ ৩৪ হাজার টাকায়। ড্রেসটির ওজন ১১ কেজি। এই ড্রেস পরে হাঁটতে বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে বেশ কয়েক জনের সাহায্য নিতে হয়। কনে খাদিজার গলায় এবং কানে ছিল হীরার অলংকার। ড্রেসের রঙে মিল রেখে হাত ব্যাগ। মাথায় মুকুট। বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন বিশ্ববিখ্যাত সংগীত তারকা জেনিফার লোপেজ এবং ইনরিক ইগলেসিয়াস। ২০১৩ সালে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্দিমুহামেদভের বিয়েতে জেনিফার পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় আট কোটি টাকা। সাধারণ একটি কালো রঙের টি-শার্ট এবং মাথায় ক্যাপ পড়ে বিয়ের আসরে অন্যমাত্রা যোগ করেছেন ইনরিক ইগলেসিয়াস। এই সপ্তাহেই লন্ডনে অনুষ্ঠিত হবে বিয়ের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। সেখানে গান গাইবেন বিয়ন্স এবং এল্টন জনের মতো আরও দুই বিখ্যাত সংগীত তারকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়