Wednesday, February 10

বইমেলায় রম্যলেখক শরীফ বিল্লাহর ৪টি বই


কানাইঘাট নিউজ ডেস্ক: রম্যলেখক শরীফ বিল্লাহর এক হালি বই বের হয়েছে এবারের বইমেলায়। বইগুলো হল- 'ডিজিটাল হাসি এনালগ কাশি', 'স্বপ্নদোলানো গল্পগুলো', 'বানরের কুংফু কারাত শেখা'। বইগুলো বের হয়েছে প্রিয়মুখ প্রকাশনী থেকে। পাওয়া যাচ্ছে ১০৯ নং স্টলে। লেখকের আরেকটি বই ‘পরী এলো রাজার দেশে’। শিশুসাহিত্যিক আপন দে অপুর সাথে যৌথভাবে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে রাতুল গ্রন্থপ্রকাশ। পাওয়া যাচ্ছে ৫৯২ নং স্টলে। ‘ডিজটিাল হাসি এনালগ কাশি’ বইটি বিভিন্ন রম্য গল্প দিয়ে সাজানো হয়েছে। ‘স্বপ্নদোলানো গল্পগুলো’ বইটি ভালোবাসার গল্প দিয়ে সাজানো হয়েছে। ‘বানরের কুংফু কারাত শেখা’ বইটি শিশুদের জন্য লেখা হয়েছে। ‘পরী এলো রাজার দেশে’ বইটি শিশুতোষ গল্প দিয়ে সাজানো হয়েছে। শরীফ বিল্লাহ ২০০৩ সালে যুগান্তরের ফান ম্যাগাজিন ‘বিচ্ছু’র মাধ্যমে লেখালেখি শুরু করেন। এরপর দেশের শীর্ষ প্রায় সব জাতীয় দৈনিকে কনট্রিবিউটর হিসেবে কাজ করেছেন। রম্য লেখক হিসেবেই তিনি বেশি পরিচিত। তাছাড়া হরর, ছোটগল্প, ছোটদের গল্প লিখছেন নিয়মিত। লেখকের জন্ম ১০ জুলাই ১৯৮৫ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করেছেন। চার ভাইয়ের মধ্যে তৃতীয়। বাবা মো. ফেরদাউস শিক্ষক এবং মা গোলশান আরা বেগম একজন গৃহিণী। অবসর কাটে বই পড়ে। কর্মজীবনে কাজের ব্যস্ততার পরও উদ্যমী এই তরুণের স্বপ্ন নতুন কিছু সৃষ্টি করা। তাই তো পথ হাঁটছেন সাহিত্যের অলিতে-গলিতে। বইগুলো সম্পর্কে লেখকের অনুভূতির কথা জানতে চাইলে লেখক বলেন, আমি যেহেতু রম্য লিখি সেহেতু আমার সবগুলো বইতে রম্যের রস মেশানো আছে। পাঠক পড়া মাত্রই তা বুঝতে পারবে। লেখার রসে পাঠক হৃদয় যদি ছুঁয়ে যায় তাহলেই আমার কষ্ট সার্থক হবে। --বিডিলাইভ২৪

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়