কানাইঘাট নিউজ ডেস্ক:
পাকিস্তানে এবার আর ভ্যালেন্টাইনস ডে উদযাপন করা হচ্ছে না।পাকিস্তান মনে করছে দিনটি উদযাপনের অর্থ ইসলামকে অপমান করা। আর এই যুক্তিতে ভ্যালেন্টাইনস ডে উৎযাপনের ওপর বিধিনিষেধ আরোপ করার সকল আয়োজন পাকা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি দিনটি উৎযাপনের আগেই এ ব্যাপারে ঘোষণা আসবে বলে জানা গেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খানের নির্দেশে ভ্যালেন্টাইনস ডে পালন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও সরকারিভাবে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়নি।' ইসলামাবাদের ডেপুটি কমিশনার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবেন এবং রাজধানী-সহ গোটা দেশে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন পালন কর্মসুচির বিরোধিতা করেছে জামাত-ই-ইসলামি ও অন্যান্য সংগঠন। তবে, এই প্রথবার কোনও দেশ ভ্যালেন্টাইনস ডে-র উতসব পালনে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়