ঢাকা: বাংলাদেশের সবক্ষেত্রে নারীদের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমরা নারীরা সবক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিয়েছি। আমরা পিছিয়ে থাকিনি, থাকবোও না।
আজ শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজে নারীরা খুব পিছিয়ে ছিল। জাতির পিতাই সর্বপ্রথম চাকরিতে নারীদের জন্য ১০ ভাগ বরাদ্দ দেন। নির্যাতিত ও দুস্থ নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। নারীদের শিক্ষা অবৈতনিক করার ব্যাপারে উদ্যোগ নেন। আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত আসন জাতির পিতার অবদান। আজ সমাজে নারীদের যে অবস্থান এর ভিত্তিটা রচনা করে গেছেন জাতির পিতা।
শেখ হাসিনা বলেন, মহিলা সমিতির নাট্যমঞ্চ আমার অনেক পরিচিত। প্রায়ই এখানে আসতাম। অনেক সময় লুকিয়ে আসতে হতো। ব্যক্তিগতভাবে আমি নাটক দেখতে পছন্দ করি। তবে এখন আর আসার সুযোগ হয় না। তবে মহিলা সমিতির সঙ্গে আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।
এ সময় তিনি মহিলা সমিতির বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন। মহিলা সমিতির প্রতিষ্ঠাতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এই ভবনের উদ্বোধন করতে পারায় মহিলা সমিতি কর্তৃপক্ষের কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমি ক্ষমতা গ্রহণের পর দেখলাম উচ্চপদে কোনো নারী নেই। আমিই প্রথম সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নারী বিচারপতি নিয়োগ করলাম। দেশের দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নারী ভিসি দিলাম। বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে নারী ভিসি দিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে গণ্ডগোল লেগেই থাকতো সেখানে নারী ভিসি নিয়োগ দেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি পদে নারীকে নিয়োগ দিয়েছি। আমার আরেকটি ইচ্ছা আছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে বলে দিয়েছি। আশা করি সেটা পূরণ হবে।
শেখ হাসিনা বলেন, এসব উচ্চপদে যখন নারীদের বসাই তখন অনেকেই বিরোধিতা করেছে। কিন্তু দায়িত্ব পাওয়ার পর নারীরা যে দক্ষতা দেখিয়েছে তাতে সবাই খুশি।
Saturday, February 27
এ সম্পর্কিত আরও খবর
সুন্দর পৃথিবী তৈরি করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সব জাতি
সেবায় গতি আনতে ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। পোস্টম্যানদের দ্রুত ও স
দেশব্যাপী পলিথিনবিরোধী অভিযান শুরু ১ নভেম্বরকানাইঘাট নিউজ ডেস্ক:পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং
ব্যাকপেইন দূর করতে নিয়মিত ব্যায়াম মরিয়ম চম্পা: মেরুদণ্ড ও কোমরে ব্যথা যেন একটি সর্বজনীন রোগে পরিণত হয়েছে। পাশ্চাত্যের একটি গবেষ
সম্মান ও মর্যাদা বাড়ে যে-সব কাজে মানুষকে সৃষ্টি করা হয়েছে সম্মানিত করে। তবে এ সম্মান অর্জন ও সংরক্ষণের দায়িত্ব মানুষের। বিশেষ
মনিটাইজেশন আরও সহজ করছে ফেসবুকফেসবুক হলো মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়