Friday, February 12

বইমেলায় রম্য লেখক শামসুল হক শামস এর ‍‌'রম্য এক্সপ্রেস'


কানাইঘাট নিউজ ডেস্ক: অমর একুশে বইমেলায় তরুণ রম্য লেখক শামসুল হক শামস এর “রম্য এক্সপ্রেস” নামে ১টি বই প্রকাশিত হয়েছে। ত্রিশটি গল্প নিয়ে বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী। রম্য গল্প বইটির প্রচ্ছদ করেছেন শেখ সাদী, অলঙ্করণে রবিউল ইসলাম সুমন, প্রকাশক আহমেদ ফারুক। বইটি এবারে একুশে বই মেলায় ১০৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়