Wednesday, January 20

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গুলি, বহু হতাহতের আশঙ্কা

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গুলি, বহু হতাহতের আশঙ্কা
কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে দুইজন হামলাকারীসহ বহু হতাহতের ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিক্ষকও রয়েছেন।

বুধবার সকালে পেশোয়ার থেকে ৫০ কিলোমিটার দূরে চরসাদ্দা শহরের বিশ্ববিদ্যালয়টিতে এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জনের নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় ইংরেজি দৈনিক ডন। তবে হতাহতের সংখ্যা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

এছাড়া ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

জানা গেছে, হামলার সময় টানা ৫০ মিনিট ধরে গুলি চালায় হামলাকারীরা। এসময় বেশিরভাগ শিক্ষার্থীর মাথা লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। তাৎক্ষনিকভাবে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, গুলির পাশাপাশি বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা গেছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে।

চারসাদ্দার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট (ডিএসপি) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তিনজন বন্দুকধারী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে টেলিফোনে সাহায্য চেয়ে এক নারী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যাপক গোলাগুলি চলছে। হামলাকারীরা একাধিক বিস্ফোরণ সহ টানা গুলি চালাতে থাকে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখনো ৩০০০ শিক্ষার্থী আকটে রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়