Saturday, January 2

প্রতিভাত সাহিত্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত


কানাইঘাট নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় স্বচ্ছ বাস্তবায়ন হোক আমাদের স্বদেশ প্রেম উজ্জ্বীবিত কর্মকান্ডের মাধ্যমে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিজয়ের ৪৪ বছর অতিক্রান্ত উপলক্ষে দেশের আপামর জনসাধারণের মাঝে মুক্তিযুদ্ধের কারণ ও সঠিক ইতিহাসের উপর বাস্তবধর্মী আলোকপাত ও মুক্তিযুদ্ধের চেতনার আদর্শ উজ্জ্বীবিত বাস্তব কর্মকান্ডে সম্মিলিত প্রয়াস, বিভিন্নমুখী দেশদ্রোহীতামূলক হীন অপতৎপরতা ও ষড়যন্ত্রের জালকে স্বদেশ প্রেমমূলক সাহসিকতার মাধ্যমে পদদলিত করে বাংলাদেশের নাগরিক জীবনে প্রতিটি স্থরে সার্বিক স্বচ্ছতা, সুস্থতা ও নিরাপদ জীবনযাত্রার পথ সুগম করতে আন্তরিকভাবে আহবান জানান প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মৃণাল চৌধুরী। তাঁর জ্ঞান গর্ব বক্তব্যে তা সুস্পষ্টভাবে জোরালে কণ্ঠে ব্যক্ত বলেন। গত ৩১ ডিসেম্বর ২০১৫ইং বৃহস্পতিবার প্রতিভাত সাহিত্য পরিষদ (প্রসাপ’র) উদ্যোগে নগরীর সুরমা মার্কেটস্থ বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। প্রসাপ’র সভাপতি এম. আলী হোসাইনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মোঃ আলমগীর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক মৃণাল চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি বিশিষ্ট কবি আব্দুল বাছিত মোহাম্মদ, বাংলাদেশ পয়েট্স কাবের মহা-পরিচালক বিশিষ্ট সাংবাদিক ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, জয় বাংলা পরিষদের সিলেট জেলা সভাপতি গীতিকবি হরিপদ চন্দ, ছড়াসংঘ সিলেটের সভাপতি কবি এখলাছুর রহমান, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি কবি ও ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল, প্রারম্ভিকা প্রকাশের প্রকাশক ও সাহিত্য সংগঠন পারমিতা সিলেটের পরিচালক কবি ধ্রুব গৌতম। কবি আব্দুল কাদির জীবনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও লেখাপাঠে অংশ নেন কবি কামাল আহমদ, সংস্কৃতিকর্মী দেবব্রত চৌধুরী লিটন, দক্ষিণ সুরমা সাহিত্য সংসদের সভাপতি গীতিকবি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটন, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি মোঃ নূরুল ইসলাম, সুবাস সাহিত্য পরিষদের সভাপতি মাসিক সুবাস সম্পাদক কবি সৈয়দ আছলাম হোসেন, সংগঠক ও সাহিত্যকর্মী মোঃ শফিকুর রহমান শফিক, প্রসাপ’র সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আব্দুল করিম, তাওহীদি সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুল কাদির জীবন, আমাদের ডাক সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, তাওহীদ হোসেন চৌধুরী ও ইত্তেহাদ হোসেন চৌধুরী প্রমুখ।( প্রেস বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়