Friday, January 1

দেশ ও জাতির প্রয়োজনে গঠিত হয়েছিল জাতীয় পার্টি: হুইপ সেলিম


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় হুইপসেলিম উদ্দিন এমপি বলেন, এক বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব গ্রহন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দেশ তখন ক্রান্তিলগ্ন অতিক্রম করছিল। ১৯৮৪ সালে সাধারন নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন পল্লীবন্ধু এরশাদ। কিন্তু আওযামীলীগ ও বিএনপি নির্বাচনে না আসায় দেশের আইন-শৃংখলার অবনতি ঘটে। তখন গণতন্ত্র ছিল হুমকির সম্মুখীন। তৎকালীন সময়ে দেশ ও জাতির প্রয়োজনে ১৯৮৬ সালের ১লা জানুয়ারি গঠিত হয়েছিল জাতীয় পার্টি । তিনি আরোও বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বনির্ভর দেশ গঠনে পল্লী এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে নিরলসভাবে কাজ করতে হবে। এরশাদ সরকার আমলের স্বর্ণযুগ ফিরিয়ে পেতে চায় এ দেশের জনগন। আগামীতে এককভাবে সরকার গঠনের লক্ষ্যে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। শুক্রবার জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্দ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা জাতীয পার্টির সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, আব্দুস শহীদ লশকর বশীর, আবুল হাসনাত, যুগ্ম-সাধারন সম্পাদক ইকবাল আহমদ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারন সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শহিদ আহমদ শিব্বির, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, আতাউর রহমান চুনু, আব্দুল মুকিত মাষ্টার, বিয়ানীবাজার উপজেলা জাপার সাধারন সম্পাদক সফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, গোলাপগঞ্জ উপজেলা জাপার সাধারন সম্পাদক দেলওয়ার হোসাইন, কানাইঘাট উপজেলা জাপার সাধারন সম্পাদক বাবুল আহমদ, জকিগঞ্জ পৌর জাপার সভাপতি আব্দুল মালেক ফারুক, জেলা ছাত্র সমাজের আহবায়ক বেলাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক মান্না আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়