Friday, January 22

পুলিশের অভিযানে ভেড়ার কৃতিত্ব!


কানাইঘাট নিউজ ডেস্ক: নম্বরবিহীন একটি গাড়িতে করে দৃর্বৃত্তরা পালিয়ে যাচ্ছিল।পুলিশও তাদের ধরতে পিছু ধাওয়া করে। গাড়ির গতি বেশি থাকায় কোনভাবেই তাদের ধরা যাচ্ছিল না। অবশেষে দুর্বৃত্তদের ধরতে পুলিশকে সহযোগিতা করলো ভেড়ার পাল। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক অভিযানের কৃতিত্বটা তাই ভেড়ার পালকেই দিলেন পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে।খবর এনডিটিভির। শুক্রবার দেশটির দক্ষিণ আইল্যান্ডের সেন্ট্রাল অটাগোতে চার দুর্বৃত্ত নম্বরবিহীন একটি গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল। পুলিশ তাদের ধরতে পিছু ধাওয়া করে। কিন্তু দুর্বৃত্তরা এত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল যে কোনভাবেই তাদের গতিরোধ করা যাচ্ছিল না। পুলিশ অফিসাররা ভেবে পাচ্ছিলেন না কী করবেন।ঠিক তখনই ঘটে গেলো আশ্চর্য ঘটনা। যে রাস্তা দিয়ে দুর্বৃত্তরা গাড়ি হাকিয়ে যাচ্ছিল সেই রাস্তার সামনেই জড়ো হয়ে দাঁড়িয়ে গেলো ভেড়ার পাল। সংখ্যায় ভেড়া অনেক হওয়ায় রাস্তাজুড়ে একটি ব্যারিকেডের মতো সৃষ্টি হয়।এ অবস্থায় কোনভাবেই গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। অবশেষে যা হওয়ার তাই হলো। পুলিশ গাড়িতে থাকা চার দুর্বৃত্তকে আটক করে নিয়ে গেলো। খবরে বলা হয়,ওই ভেড়াগুলোর মালিক অভিযানে অংশগ্রহণকারী এক পুলিশ অফিসারের। পুলিশের এক কর্তা জানান, ভেড়ার পালের কারণেই দুর্বৃত্তদের ধরা সম্ভব হয়েছে। বার বার চেষ্টা করেও আমরা দুর্বৃত্তদের ধরতে পারছিলাম না। কারণ তাদের গাড়ির গতি ছিল অনেক বেশি। কিন্তু কুইন্সটাউনের পর্যটন এলাকায় রাস্তায় ওপর এক দল ভেড়া উঠে আসে। ভেড়ার পালের কারণেই তারা গাড়ির গতিরোধ করতে বাধ্য হয়। পরে তাদের আটক করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়