Friday, January 22

এবার টানা আন্দোলনের হুমকি কলেজ শিক্ষকদের


ঢাকা: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পর এবার টানা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিসিএস ক্যাডার কলেজ শিক্ষকরা। দাবি আদায় না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ‘টোটাল শাটডাউন’ এর ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের পদ ও বেতন স্কেল অবনমনের প্রতিবাদে এবং পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল ও কৃত্য পেশাভিত্তিক প্রশাসনের দাবিতে এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে। আজ শুক্রবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে (নায়েম) সংগঠনটির এক সাধারণ সভায় এ ঘোষণা দেন বিসিএস শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর নাসরীন বেগম। সরকারকে আলটিমেটাম দিয়ে প্রফেসর নাসরিন বলেন, “২৫ জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে ২৬-২৮ জানুয়ারি পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনসহ সর্বাত্মক অবস্থান ঘর্মঘট পালন করা হবে। মাঝখানে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আলোচনা বা সমঝোতার সুযোগ রাখছি। ফলপ্রসূ অগ্রগতি না হলে ৬-১০ তারিখ পর্যন্ত ক্লাস বর্জন। এতেও দাবি আদায় না হলে ১১-১৮ তারিখ পর্যন্ত আবারও ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচিতে আন্দোলন বাস্তায়িত না হলে ২৩ ফ্রেব্রুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জনসহ অনির্দিষ্টকালের পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।” প্রসঙ্গত, সাধারণত সরকারি কলেজের অধ্যাপকেরা চতুর্থ গ্রেডের কর্মকর্তা। সিলেকশন গ্রেড থাকায় এত দিন অধ্যাপকদের ৫০ শতাংশ গ্রেড-৩ এ যেতে পারতেন। কিন্তু সিলেকশন গ্রেড বাদ দেয়ায় এখন এই পথ বন্ধ হয়ে গেছে। এর ফলে পদমর্যাদার পাশাপাশি মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে শিক্ষকদের দাবি। এর আগে নতুন বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ১১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত রেখেছেন। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়