Wednesday, December 23

কানাইঘাটে হুইপ সেলিম!সমাজের সুবিধা বঞ্চিত ও দুস্থদের পাশে দাঁড়ানো ইবাদতের একটি অংশ


কানাইঘাট নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবার মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্থ মানুষের পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানুষের সেবা ও কল্যাণের মধ্যে যে প্রশান্তি তা অন্য কিছুর মধ্যে লাভ করা যায় না। তিনি আরোও বলেন, সমাজের সুবিধা বঞ্চিত ও দুস্থদের পাশে দাঁড়ানো ইবাদতের একটি অংশ। আত্মকেন্দ্রিকতা পরিহার করে মানব কল্যানে এগিয়ে এসে মানুষের সেতুবন্ধন রচনা করতে হবে। তিনি সমাজের ছিন্নমূল মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতে সকল সামাজিক সংঘটন ও বিত্ত্ববানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি গরীব-দুঃখী শীতার্ত মানুষের সাহায্যে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সহযোগীতার হাত প্রসারিত করায় সংঘটনের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। বুধবার কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন বাজারে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্দ্যোগে মসজিদ ভিত্তিক বৃত্তি ও শীত বস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবী এড. এখলাছুর রহমানের সভাপতিত্বে ও আমীন উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি এড. আব্দুর রহিম, জাপা নেতা শাহাবুদ্দিন, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ, জাপা নেতা কিউএম ফররুখ, আবুল হোসেন চৌধুরী, বেলাল আহমদ, শামীম আহমদ, মতিন আহমদ, নুরুল আমিন, আব্দুল কাদির, শামীম আহমদ, আজাদ আহমদ, ডা. হাবীব আহমদ, জুবের আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়