Wednesday, December 23

জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন স্থগিত


কানাইঘাট নিউজ ডেস্ক: পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভ‚ক্ত জকিগঞ্জ এলাকার পরিচালক পদের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নির্বাচনের পরিচালক পদের প্রার্থী কামরুল ইসলামের পক্ষে দায়ের করা একটি রীট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বযে গঠিত বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন। জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির জকিগঞ্জ উপজেলা এলাকার পরিচালক পদে নির্বাচনে প্রার্থী হন কামরুল ইসলাম। কিন্তু, প্রশাসনিক একটি রিপোর্টের ভিত্তিতে কামরুল ইসলামের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং অফিসার এবং প্রতিদ্ব›িদ্ব অন্য প্রার্থীকে বিজয়ী করার উদ্যোগ নেয়া হয়। এর প্রেক্ষিতে প্রার্থীতা বাতিলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন কামরুল ইসলাম। উভয় পক্ষের শুনানী শেষে গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ এক আদেশে কামরুল ইসলামের প্রার্থীতা বহাল রেখে নির্বাচনী তফসিল ঘোষনার নির্দেশ প্রদান করে রীট পিটিশনের নির্দেশ প্রদান করেন। অন্য একটি রীট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের অপর একটি বেঞ্চ ২ মাসের জন্য এই পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন জকিগঞ্জ এলাকার পরিচালক পদের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন দেন। এলাকাবাসীর পক্ষে এই রীট আবেদনটি করেন উপজেলার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা এডভোকেট মঈন উদ্দিন। ঐ আবেদনে রীটকারীর আইনজীবী অভিযোগ করেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন এলাকা নং-১৩ এর তালিকায় রীটকারীসহ ঐ এলাকার গ্রাহকদের নাম ভোটার তালিাকায় অর্ন্তভ‚ক্ত করা হয়নি। ঐ ভোটার তালিকায় তাদের নাম অর্ন্তভ‚ক্তির আবেদন জানান তিনি। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি নুরুল হুদা জায়গীরদারের সম্বন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ গত ৭ ডিসেম্বর উভয় পক্ষের শুনানী অন্তে ২ মাসের জন্য নির্বাচন স্থগিত করে ২ সংশ্লিষ্টদের বিরুদ্দে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়