ঢাকা: পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সকাল নয়টার মধ্যে শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আশঙ্কার কথা জানান তিনি।
পৌর নির্বাচনকে আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে উল্লেখ করে এরশাদ বলেন, “আমার মনে হচ্ছে, এই নির্বাচন সিটি করপোরেশন নির্বাচনের মতো হবে। সিটি করপোরেশন নির্বাচনের ভোট যেভাবে সকাল নয়টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, আমার আশঙ্কা এই নির্বাচনও তেমন হবে। আওয়ামী লীগ অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না।”
নির্বাচন কমিশনের সমালোচনা করে এরশাদ বলেন, “নির্বাচন কমিশন (ইসি) প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আর নেই। উনি (প্রধান নির্বাচন কমিশনার) ওনার দায়িত্ব ভুলে গেছেন। এটা তো চাকরি নয়। সুষ্ঠু নির্বাচন করা সাংবিধানিক দায়িত্ব।”
এরশাদ অভিযোগ করেন, পৌরসভা নির্বাচনে তার দল থেকে দেড় শর বেশি প্রার্থী দেয়া হলেও অর্ধেকের বেশি প্রার্থী ভয়ে বসে গেছেন। ভয় দেখিয়ে প্রার্থীদের বসিয়ে দেয়া হয়েছে।
সরকারের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, “একবার সুষ্ঠু নির্বাচন দেন, দেখেন কী হয়! আমরা তো শুধু গণতন্ত্র রক্ষায় নির্বাচনে অংশ নিয়েছিলাম।
বক্তব্য শেষে এরশাদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল আলম রুবেলের নাম ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা। এতে বক্তব্য দেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়