Saturday, November 21

চারটি অ্যাম্বুলেন্স কারাগারের সামনে প্রস্তুত


কানাইঘাট নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড শনিবার রাতেই কার্যকর হতে পারে এমন গুঞ্জনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স। সন্ধ্যার পর চারটি অ্যাম্বুলেন্স কারাগারের সামনে আনা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কারাগারের সামনে অবস্থানরত এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নূর হোসেন ও ফালান নামের দুই অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ দুইটি সাধারণ অ্যাম্বুলেন্স এবং আলিফ নামের একটি প্রতিষ্ঠানের লাশ পরিবাহী দুটি শীতাতপ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে কারাগার কম্পাউন্ডে। এদিকে দেশের শীর্ষ দুই যুদ্ধাপরাধীর প্রাণভিক্ষার আবেদন ইতোমধ্যে আইনমন্ত্রীর কাছে থেকে বঙ্গভবনে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি রাত ১০টার মধ্যেই তাঁর সিদ্ধান্ত জানাবেন। আবেদন নাকচ হলেই প্রস্তুতি শুরু হবে দুইজনের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া। -ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়