Friday, October 16

কানাইঘাটে বলাৎকারীদের কবল থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে পঙ্গুত্বের দিকে শিশু করিম


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে এক ইউপি সদস্য ও রিক্সা চালকের যৌন লালসা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে ১৩ বছরের দরিদ্র পরিবারের এক শিশুর পা ভেঙ্গে পঙ্গুত্ব বরণের দিকে। এ ঘটনায় এলাকা জুড়ে জনমনে তীব্র দীক্ষার ও নিন্দার ঝড় উঠলেও একটি চক্র ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে থানায় মামলা না করতে দরিদ্র পরিবারের সদস্যদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। অনুসন্ধান ও সরেজমিনে জানা যায়, গত ঈদুল আযহার দুই দিন পর রাত অনুমান সাড়ে ১১টার দিকে কানাইঘাট ৩নং দীঘিরপার পূর্ব ইউপির জিৎপুর গ্রামের মৃত ইয়াসিন আহমদের পুত্র হতদরিদ্র স্থানিয় সড়কের বাজার শফিক বিরিয়ানী হাউসের কর্মচারী আব্দুল করিম (১৩) নিজ বাড়ীতে ফিরছিল। বাড়ী ফেরার পথে দিঘীরপাড় ইউপির মাদারগ্রামের ব্যাটারী চালিত রিক্সা চালক রুফুল আহমদ রিক্সা চালানো শিখার নাম করে বলাৎকার করার উদ্দেশ্যে আব্দুল করিমকে নানা ভাবে ফুসলিয়ে তার রিক্সায় উঠায়। এরপর পথিমধ্যে রিক্সা চালক তার অপর সহযোগী সাতবাক ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হারিছ নোমানীকে ঈদগাহ মাদ্রাসার সামনে থেকে রিক্সায় উঠিয়ে দোয়ারীমাটি ব্রীজের পাশের্^ নির্জন স্থানে রিক্সা দাঁড় করিয়ে হোটেল কর্মচারী আব্দুল করিমকে জোরপূর্বক ভাবে বলাৎকারের চেষ্টা করলে সে তাদের হাত থেকে বাঁচতে রিক্সা থেকে লাফ দিলে রিক্সা উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। তার বাম পায়ের হাঁটু সহ পায়ের বিভিন্ন স্থানে বেশ কয়েক জায়গায় হাঁড় ভেঙ্গে যায়। এ সময় অবস্থা বেগতিক দেখে চালক রুফুল আহমদ ও ইউপি সদস্য হারিছ নোমানী পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন জানান। গুরুতর আহত আব্দুল করিমের আর্তচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় সিওমেক হাসপাতালে প্রেরণ করলে সেখানে ১০দিন চিকিৎসাধীন ছিল শিশু আব্দুল করিম। এ ঘটনায় তার মা বিধবা আয়শা বেগম ছেলের সু-বিচারের আশায় কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করতে গেলে বলাৎকারীদের সহযোগিরা বিষয়টি সামাজিক ভাবে মীমাংসা করে দেওয়ার নাম করে মামলা মোকদ্দমা থেকে বিরত থাকার জন্য আয়শা বেগমকে নানা ভাবে ভয়ভীতি দেখায়, এমনকি প্রকৃত ঘটনা কাউকে না বলার জন্য বারণ করে। বর্তমানে নিজ বাড়ীতে কোন ধরনের সু-চিকিৎসা ছাড়াই হতদরিদ্র পরিবারের সন্তান, পরিবারের একমাত্র উপার্যনকারী আব্দুল করিম ভাঙ্গা পায়ের যন্ত্রণা নিয়ে আর্তচিৎকার করছে। কান্না জড়িত কন্ঠে মা আয়শা বেগম জানান, তিনি বিভিন্ন বাড়ীতে ঝিয়ের কাজ করে পরিবার চালান। পুত্র আব্দুল করিম সড়কের বাজারে শফিক বিরিয়ানী হাউজে ৪ হাজার টাকা বেতনে চাকরী করত। তার ছেলেকে খারাপ উদ্দেশ্যে ফুসলিয়ে রিক্সা চালক রুফুল আহমদ ও ইউপি সদস্য হারিছ নোমানী এ ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে পুত্রের চিকিৎসা করতে ২২ হাজার টাকা খরছ হয়েছে। সুস্থ হতে লক্ষ খানেক টাকা দরকার। অথচ পুরো ঘটনাটি ধামাচাপা দিতে দুর্ঘটনার আশ্রয় নিয়ে বলৎকারীদের চেষ্টাকারীরা আব্দুল করিমের চিকিৎসার জন্য ১১ হাজার টাকা দিয়ে কোন খোঁজ খবর বর্তমানে নিচ্ছে না। থানায় মামলা এমনকি প্রকৃত ঘটনাটি কাউকে না বলার জন্য একটি চক্র আয়শা বেগমকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে তিনি জানান। মামলা করলে বসত ঘর জ্বালিয়ে দেওয়া সহ ক্ষতি সাধনের স্বীকার হবেন বলে ভয়ে জীবন যাপন করছেন। গুরুতর আহত শিশু আব্দুল করিম কাতর কন্ঠে বলে রিক্সা চালক রুফুল আহমদ ও হারিছ নোমানী তাকে খারাপ কাজ করার জন্য ধস্তাধস্তি শুরু করলে সে ইজ্জত বাঁচাতে রিক্সা থেকে লাফ দিতে গিয়ে রিক্সার নিচে চাপা পড়ে পা ভেঙ্গে যায়। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছে সে। স্থানীয় এলাকাবাসী অনুসন্ধান পূর্বক পঙ্গুত্বের দিকে দাবিত আব্দুল করিমের উপর পাশবিক নির্যাতনের চেষ্টাকারী রুফুল ও হারিছ নোমানীর বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ইউপি সদস্য হারিছ নোমানীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবী করে বলেন ঘটনার দিন তিনি রুফুল আহমদের ব্যাটারি চালিত রিক্সায় ঈদগাহ মাদ্রাসার সামনে থেকে বাংলা বাজারে আসার উদ্দেশ্যে ৫০ টাকা ভাড়ায় রিক্সায় ওঠেন। রিক্সাটি দোয়ারীমাটি ব্রিজের পাশে আসা মাত্র উল্টে গিয়ে হোটেল কর্মচারী আব্দুল করিমের পা ভেঙ্গে যায়। তার মান স¤œান ক্ষুন্ন করার জন্য একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি আরোও বলেন বিগত ইউপি নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত নজরুল ইসলাম ষড়যন্ত্র মূলক ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আহত আব্দুল করিমের পরিবারের সাথে যোগ সাজশ করে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অনেক ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। রিক্সা চালক রুফুল আহমদকে সরেজমিনে এলাকায় গিয়ে খুঁজে পাওয়া যায় নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়