Friday, October 16

দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক সংস্কারে ১৮ কোটি টাকা বরাদ্দ


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সড়ক-মহাসড়কের অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সিলেটের সড়ক-মহাসড়কগুলোর কার্পেটিং, ইটের খোয়া, পাথর ও বিটুমিন উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে খানাখন্দের। কোথাও কোথাও দেখা যায় বিশাল গর্তের। পুকুর সদৃশ্য এসব গর্তে সবসময় জমে থাকে বৃষ্টির পানি। সড়কের পিচ উঠে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে সড়কগুলোতে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন।প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এসব সড়ক-মহাসড়কে চলাচলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তবে সু-খবর হলো, ভাঙাচোরা এসব সড়ক-মহাসড়ক ৮৫ কোটি ৩৬ লাখ টাকায় সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আগামী ডিসেম্বরেই ভাঙাচোরা এসব সড়কের সংস্কার কাজ শুরু হবে বলেও সওজ সিলেট সুত্রে জানা গেছে। যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, সিলেট জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কের বেহাল দশা। অধিকাংশ স্থানই যানবাহন চলাচলের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সড়কের অংশবিশেষ দেবে গিয়ে কার্পেটিং উঠে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। গর্তে প্রায়ই ট্রাক বা বাসের চাকা আটকা পড়ে। তখন সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ সময় সিলেটের বিভিন্ন পর্যটন স্পট দেখতে আসা দেশ-বিদেশের দর্শনার্থীরাও পড়েন বেকায়দায়। কোনো কোনো অংশের প্রায় পুরো সড়কেই ফাটল রয়েছে। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের অবস্থা তো আরো নাজুক। কোথাও কোথাও ভাঙাচোরা সড়ক অতিক্রম করার সময় যানবাহন বিকল হয়ে পড়ে। ফলে যাত্রী থেকে শুরু করে পরিবহন শ্রমিকসহ সবাই পড়েন মহা বিপাকে। সওজ সিলেট সূত্রে জানা যায়, সিলেট জেলায় সওজ‘র নিয়ন্ত্রণে ৫‘শ ৫০ কিলোমিটার পাকা সড়ক-মহাসড়ক আছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এরমধ্যে ৯৮.৬১ কিলোমিটার সড়ক-মহাসড়কের বেহাল দশা। যদিও পরিবহন শ্রমিক এবং যাত্রীদের মতে ভাঙাচোরা সড়কের পরিমান আরো বেশী। সড়কগুলো প্রায়ই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই গত ৮ই সেপ্টেম্বর সিলেট সড়ক বিভাগের পক্ষ থেকে এসব ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের জন্য নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রস্তাব সড়ক-মহাসড়ক অধিদপ্তরের ঢাকা অফিসে পাঠানো হয়। পরে সড়ক-মহাসড়ক অধিদপ্তর প্রস্তাবটি যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় যাচাই বাচাই করে চলতি মাসের শুরুর দিকে ভাঙাচোরা ৯৮.৬১ কিলোমিটার সড়ক-মহাসড়ক সংস্কারের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ করেছেন। সংস্কারের উদ্যোগ নেওয়া সড়ক-মহাসড়কগুলোর মধ্যে সিলেট-শেরপুর সড়কের ৭ কিলোমিটার সংস্কারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের ১৬ কিলোমিটার সংস্কারের জন্য জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়কের ১৫ কিলোমিটার সংস্কারের জন্য জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের ৮.২ কিলোমিটার সংস্কারের জন্য ৭ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট-শাহপরান বাইপাস সড়কের ১০ কিলোমিটার সংস্কারের জন্য ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভাদেশ্বর-মীরগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের ৭.৯ কিলোমিটার সংস্কারের জন্য ৫ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রশিদপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের ৭ কিলোমিটার সংস্কারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভাদেশ্বর-সুতারকান্দি সড়কের ১.৮ কিলোমিটার সংস্কারের জন্য সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ১৯.২১ কিলোমিটার সড়কের জন্য ১২ কোটি, সিলেট-সুনামগঞ্জ বাইপাস (অতিরবাড়ি থেকে তেমুখি পর্যন্ত) মহাসড়কের সাড়ে ছয় (৬.৫) কিলোমিটারের জন্য ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা প্রক্রিয়াধীন। চলতি মাসেই এ দু‘টি সড়ক সংস্কারের টাকা বরাদ্দ হয়ে যাবে বলে জানায় সওজ সিলেট সুত্র। সওজ সিলেট সুত্র আরো জানায়, এসব সড়ক-মহাসড়কের অনেকগুলোরই টেন্ডার হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ), সড়ক বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম এর সত্যতা স্বীকার করে উত্তরপূর্বকে বলেন, আমাদের পাঠানো প্রস্তাব যাচাই-বাচাই করে যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক-মহাসড়ক অধিদপ্তর, সওজ সিলেট জেলার অধিনস্থ ৬ টি সড়ক সংস্কারের জন্য ৪৫ কোটি ৪৪ লাখ বরাদ্দ দিয়েছেন। দু‘টি সড়ক সংস্কারের জন্য জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরো দু‘টি সড়কের সংস্কারের জন্য ১৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে যা প্রক্রিয়াধীন। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি ডিসেম্বরের মধ্যে এসব সড়কের সংস্কার কাজ শুরু করা যাবে। সূত্র:-দৈনিক উত্তরপূর্ব

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়