Wednesday, September 23

খালেদার হুঙ্কার এবারও কাগজেই রয়ে যাবে


কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ঈদের পর সরকার পতনের আন্দোলন, বেগম খালেদা জিয়ার এমন হুঙ্কার কোনো দিন বাস্তবে রূপ নেবে না।তার গতানুগতিক হুংকার এবারও কাগজেই রয়ে যাবে, বাস্তবে রূপ নেবে না। আজ বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়া ঈদের পর সরকার পতনের আন্দোলনের যে ডাক তিনি দিয়েছেন তাতে আমাদের ভাবতে হবে এ নিয়ে কতবার তিনি ডাক দিলেন। প্রতিবারই তিনি ঈদের পর সরকার পতনের আন্দোলনের ডাক দেন, কিন্তু সে ঈদ আর আসে না। এবারও তার সেই হুঙ্কারের ডাক কাগজেই রয়ে যাবে। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়