Wednesday, September 23

সিলেটে ঈদ জামাতের সময়সূচি


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন এতে ইমামতি করবেন। জামাতের আগে বয়ান পেশ করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। এছাড়া, দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্যাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় পৃথক ৩টি জামায়াত, সিলেট কালেক্টরেট মাঠে সকাল ৮টায়, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায়, শেখঘাট সরকারি কলোনী মাঠে সকাল ৮টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায়, পশ্চিম পীর মহল্লা গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া ময়দানে সকাল পৌনে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়