Wednesday, August 12

কানাইঘাট ডিগ্রি কলেজ জাতীয় করণের দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজকে জাতীয়করনের দাবীতে প্রাচীনতম কানাইঘাট কমিউনিটি ক্লাবের উদ্যোগে বুধবার বিকেল ৫টায় কানাইঘাট দক্ষিণ বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৃহত্তর সিলেটের অন্যতম উচ্চ শিক্ষার বিদ্যাপীট কানাইঘাট ডিগ্রি কলেজকে অবিলম্বে জাতীয়করনের জন্য মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশু সুদৃষ্টি কামনা করে দুই ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধনে নানা শ্রেণি পেশার মানুষ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। কানাইঘাট কমিউনিটি ক্লাবের সভাপতি সমাজসেবী সিরাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে কানাইঘাট ডিগ্রি কলেজকে জাতীয় করণের দাবীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, কাবের সাধারণ সম্পাদক ও কলেজ গভর্ণিং বডির সদস্য সাংবাদিক আব্দুন নুর, কলেজের প্রভাষক ও কমিউনিটি ক্লাবের লাইব্রেরীয়ান সম্পাদক ফরিদ আহমদ, প্রভাষক মোঃ তাজ উদ্দিন, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিব্বির আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রাক্তণ ছাত্র উপ সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম, কলামিস্ট মাস্টার মিলন কান্তি দাস, প্রাক্তন ছাত্র সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লাবের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পদাক সেলিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক রাশিদুল হাসান টিটু, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ, সাংবাদিক জামাল উদ্দিন, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আব্দুল্লাহ, বাউল শিল্পি দেওয়ান কালা মিয়া, যুবনেতা শামীম আহমদ, সংবাদকর্মী মাহফুজ সিদ্দিকী, কলেজ শিক্ষার্থী ও ফটো সাংবাদিক সুজন চন্দ অনুপ সহ ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯০ইং সনে কানাইঘাট কলেজ প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পা পা করে কানাইঘাট ডিগ্রি কলেজ বর্তমানে বৃহত্তর সিলেটের উচ্চ শিক্ষার শ্রেষ্ট বিদ্যাপীটের স্বীকৃতি লাভ করতে সক্ষম হলেও এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী এ কলেজকে সরকারী করন করা হয়নি। বর্তমান শিক্ষা বান্ধব সরকার সম্প্রতি দেশের একাধিক কলেজকে জাতীয় করণ করলেও কানাইঘাট ডিগ্রি কলেজকে অদ্যবধি পর্যন্ত জাতীয় করন করা হয়নি। বর্তমানে কানাইঘাট ডিগ্রি কলেজে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এবং অনার্স কোর্সে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয় নিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী কলেজে শিক্ষা গ্রহণ করছে। পর্যাপ্ত পরিমাণ একাডেমিক ভবন ও সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কলেজকে জাতীয় করণ না করায় এ অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তারা সিলেটের উচ্চ শিক্ষার প্রচার প্রসারে গ্রামীণ জনপদে অবস্থিত কানাইঘাট ডিগ্রি কলেজকে জাতীয় করনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়