Thursday, August 27

৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার আসন বিন্যাস


ঢাকা: ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০,৩৯১ প্রার্থী এবার লিখিত পরীক্ষায় অংশ নেবেন। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবশ্যিক বিষয়ের পরীক্ষা এবং ৯ থেকে ১০ অক্টোবর পর্যন্ত পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য চার ঘণ্টা এবং ১০০ নম্বরের পরীক্ষার জন্য তিন ঘণ্টা সময় পাবেন প্রার্থীরা। পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। তবে কোনো বিষয়ে ৩০ নম্বরের কম পেলে প্রার্থী অকৃতকার্য হবেন। গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়