Thursday, August 13

রবিবার খুলছে কানাইঘাট ডিগ্রি কলেজ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ডিগ্রি কলেজ ক্যাম্পাসের আধিপত্য বিস্তার নিয়ে ৪ আগস্ট উপজেলা ছাত্রলীগের বিবধমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২৫ ছাত্রলীগ নেতাকর্মী আহতের ঘটনায় ৫আগস্ট থেকে কানাইঘাট ডিগ্রি কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কলেজ বন্ধ থাকায় সার্বিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ চরমভাবে ব্যাহত হওয়ায় এবং কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে কলেজ মিলনায়তনে কলেজ গভর্ণিং বডি, অভিভাবকবৃন্দ ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কলেজ গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি প্রভাষক ফরিদ আহমদের পরিচালনায় উক্ত সভায় কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং কলেজ ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং গত ৪ আগস্টের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কলেজ থেকে সাময়িক বহিস্কার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, বহিরাগতদের বিরুদ্ধে যথাযথভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ একাধিক সিন্ধান্ত গৃহীত হওয়ার পাশাপাশি আগামী রবিবার থেকে কলেজ খোলার সিন্ধান্ত নেওয়া হয় সভায়। সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ, অভিভাবক, গভর্ণিং বডির সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হবে এমন ঘটনার সাথে যেকোন ছাত্র সংগঠনের সদস্য ও কোন ব্যক্তিগোষ্ঠীকে জড়িত থাকতে দেওয়া হবে না। এ কলেজের সুনাম এ অঞ্চলের মানুষকে ধরে রাখতে হবে। সন্ত্রাসীরা কোন দল বা ছাত্র সংগঠনের কর্মী হতে পারে না। তাদের সন্ত্রাসী কর্মকান্ড সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে প্রতিহত করতে হবে। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি আলা উদ্দিন মামুন, আ’লীগের যুগ্ম আহ্বায়ক কলেজ গভর্ণিং বডির সদস্য রফিক আহমদ, কলেজের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে ভাইস প্রিন্সিপাল সহ অধ্যাপক লোকমান হোসেইন, সহ অধ্যাপক হাবিব আহমদ, প্রভাষক এবাদুর রহমান, প্রভাষক নুর জাহান বেগম, কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য সাংবাদিক এম.এ. হান্নান, আব্দুন নুর, ডাঃ নাজমুল হক, অভিভাবকদের মধ্যে সিরাজুল ইসলাম খোকন, আ’লীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়