Sunday, August 16

কানাইঘাট বড়চতুল হাইস্কুলের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কানাইঘাট বড়চতুল হাই স্কুলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত শনিবার বিকেল ২টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক এম.বি আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রশিদ আহমদের পরিচালনায় উক্ত শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ছাত্রনেতা ও পূবালী ব্যাংকের কর্মকর্তা মোঃ জাকারিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার সচিব স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আজমল হোসেন। বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজু। সভায় বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত হয়ে দেশ গঠনের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। সবার শেষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন কবিতা আবৃতি ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জীবন বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়