Tuesday, August 4

কানাইঘাট বড়চতুল হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী লাঞ্চিতের ঘটনায় শিক্ষক সমিতির নিন্দা


নিজস্ব প্রতিবেদক: গত ২৭ জুলাই কানাইঘাট বড়চতুল হাইস্কুলে ক্লাস চলাকালীন সময়ে এলাকার কতিপয় লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের লাঞ্চিত, অশুভ আচরণ এবং শ্রেণি কক্ষে তালা মেরে দিয়ে অদ্যবধি পর্যন্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ। গত শনিবার শিক্ষক সমিতির এক সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ জার উল্লাহর সভাপতিত্বে ও সচিব মোঃ ফজলুর রহমানের পরিচালনায় সভায় বড়চতুল হাই স্কুলে কতিপয় লোকজন কর্তৃক শিক্ষকদের লাঞ্চিত ও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনায় শিক্ষক সমাজ হতবাক ও সংঙ্কিত হয়েছেন। এ ধরনের ঘটনা কানাইঘাটের ইতিহাসে একটি কলঙ্গ জনক অধ্যায় রচিত করেছে। অবিলম্বে বড়চতুল হাই স্কুলের শিক্ষার সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং গত ২৭ জুলাই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়ে শিক্ষক সমিতির সভায় নিন্দা প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি ২৭ জুলাইর ঘটনার পর কানাইঘাট থানা প্রশাসন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া কতিপয় লোকজনদের অব্যাহত হুমকির মুখে স্কুলের শিক্ষকরা ২৭ জুলাই পরবর্তী অদ্যবধি পর্যন্ত কর্মবিরতি পালন করায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আগামী ৬ আগষ্ট কানাইঘাট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের সিন্ধান্তও গৃহীত হয়। উক্ত কর্মবিরতি যথাযথ ভাবে পালনের জন্য শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়