Monday, August 3

কানাইঘাটে গণধর্ষণের মামলার আসামীদের ধরতে পারেনি পুলিশ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামে দরিদ্র রিয়াজ আলীর মেয়ে ১৭ বছরের এক তরুণী ফরিদা বেগমকে গত ২৪ জুলাই ভিটা বাড়ী থেকে অপহরণ করে দুই দিন আটকিয়ে রেখে উপর্যুপরি গণধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় কানাইঘাট থানায় গত ৩১ জুলাই মামলা দায়ের করা হলেও মামলার এজাহার ভুক্ত দুই আসামীকে পুলিশ আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। মামলার ১নং আসামী আজির উদ্দিনের মা জরিনা বেগম (৫০) কে গত রবিবার স্থানীয় লোকজন সীমান্তবর্তী বড়খেওড় পানিছড়া গ্রামের একটি বাড়ী থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এছাড়া এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে নিহত ফরিদা বেগমের সম্পর্কে চাচা মহিষ রাখাল এবাদুর রহমানকে শনিবার পুলিশ আটক করলেও সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে সোমবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম। তিনি নিহত ফরিদা বেগমের পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সাথে কথা বলেন। মামলার আসামী আজির উদ্দিন, শরীফ উদ্দিনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী কানাইঘাট নিউজকে জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়